কালুখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পুর্ন হয়েছে। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় স্হানীয় হাড়ীভাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে হাজী আনসার উদ্দিন এর ইমামতিতে জানাজা নামাজ অনুস্ঠিত হয়। পারিবারিক ভাবে জানা যায় আবুল খায়ের(৮০) বার্ধ্যক্ষ জনিত কারনে বুধবার বিকেলে মাঝবাড়ীর কয়ারদি পারা গ্রামে নিজ বাড়ীতে মৃত্যু বরন করেন।(ইন্না-লিল্লাহ ———রাজেউন)
জানাজা নামাজ পূর্বে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব মরহুমকে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর পর একদল চৌকশ পুলিশ গার্ড অব অনার প্রদান করেন এসময় উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব, থানা অফিসার ইনচার্জ তদন্ত মোঃ আঃ গণি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোঃ এনায়েত হোসেন, জেলা পরিষদ সদস্য মোঃ ইউসুফ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আকামত আলী মন্ডল ও অন্যান্য মুক্তিযোদ্ধা বৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও সংক্ষিপ্ত এক আলোচনায় বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য খোন্দকার ছদরুল আমিন হাবিব,বীর মুক্তি যোদ্ধা কাজী সফিকুল ইসলাম, মরহুম এর ভাই সাইদুর ইসলাম শাহিন, মরহুমের পুত্র মোঃ হাবিবুর রহমান শিশির,আব্দুস সাত্তার প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে তাকে কোয়ার্দী পারা কবর স্হানে দাফন করা হয়।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের মিয়া জীবদশ্যায় বহু সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন।
১৯৮৮ সালে তিনি মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। মরহুম তার অগোচরে ৩ পুত্র ১ স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন।