বুধবার ৬ সেপ্টেম্বর রাজবাড়ী জেলাধীন কালুখালীতে শ্রী শ্রী মদন মোহন জিউ এর আঙ্গিনায় ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পুজা উদযাপন পরিষদ এর সভাপতি বাবু রনজয় কুমার বসু এর সভাপতিত্বে বিশেষ অতিথি অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব, সার্বিক তত্বাবধানে উপজেলা পুজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক বাবু যাদব কুমার দত্ত, বাবুরাম প্রসাদ সাহা সভাপতি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কালুখালী, বাবু সুবল কুমার দাস সাধারণ সম্পাদক হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদ, বাবু নির্মল কুমার সাহা সাধারণ সম্পাদক রতনদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ধর্মীয় আলোচক প্রভুপাত দিবাকর গোস্বামী ও প্রভুপাত গোপাল গোস্বামী মদন মোহন জিউ মন্দির সহ অন্যান্য ধর্মীয় ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন।
আলোচনা পুর্বে উক্ত র্যালীটি শ্রীশ্রী মদনমোহনের আঙ্গিনা হতে কালুখালী বাজার প্রদক্ষিণ করে পুনরায় একই জায়গায় মিলিত হয়।