রাজবাড়ীর কালুখালীতে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের পাশের খেত থেকে রুবেল মন্ডল (২৬) নামে এক মানসিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৪ আগষ্ট) সকাল সাতটার সময় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রুবেল মন্ডল উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মোঃ খলিল মন্ডলের ছেলে।
কালুখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল গণি বলেন, রুবেল মন্ডলের পরিবারিক সূত্রে জানা যায় সে গতকাল বাড়ী থেকে বের হয়ে আর বাড়ী ফেরেনি। তিনি আরো জানান রুবেল মন্ডলের কিছুটা মানসিক সমস্যা ছিল। পরে আজ সকালে একজন চৌকিদার থানায় ফোন করে জানায় রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের পাশে ধান খেতে একটি লাশ পরে আছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার পাংশা (সার্কেল) সুমন কুমার সাহা জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।