রাজবাড়ীর কালুখালী সরকারী কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস ২০২৩ পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সকাল ১০টায় কলেজ প্রাঙ্গল থেকে শোক র্যালী নিয়ে উপজেলা শহরের চাঁদপুর বাসষ্ট্যান্ড মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল হাসান, সহকারী অধ্যাপক মোঃ হাফিজুর রহমান, মোঃ মঞ্জুর রহমান মিঞা, মোঃ মিজানুর রহমান, প্রতিমা রাণী বিশ^াস সহ অন্যান্য শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সকাল ১১টায় কলেজের সম্মেলন কক্ষে আলোচনা শেষে বঙ্গবন্ধু তার স্বপরিবারের শাহাদৎ বরণকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।