রাজবাড়ীর কালুখালীতে মোঃ আজিজুল ইসলাম এর বদলীর পর নতুন উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসাবে যোগাদান করেছেন কাজী মাহামুদ হোসেন। গতকাল বুধবার নতুন নির্বাচন কর্মকর্তা এর সাথে তার অফিস কক্ষে আলাপ কালে জানা যায় তিনি গত ৬ আগস্ট কালুখালীতে যোগদান করেছেন। ইতিপূর্বে তিনি খুলনা জেলার দাকোপ উপজেলায় দায়িত্বরত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, উপজেলার যে সকল সেবা গ্রহীতা আছে তারা যেন নির্বিঘ্নে সেবা পায় সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে। এছাড়াও নির্বাচন অফিসের যে সকল দিক দুর্বল অবস্থায় আছে সেটা নির্ণয় করে সাধারণ ভোটারদের আইডি কার্ড সংক্রান্ত যাবতীয় সেবা সহজিকরণ করে সম্পুর্ন করা হবে।