রাজবাড়ীর কালুখালীতে ট্রেনে কেটে নাদের মল্লিক (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪ টা ৩০ মিনিটের দিকে ভাটিয়াপাড়া থেথে ছেড়ে আসা রাজবাড়ী হয়ে ফরিদপুরগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি কালুখালী জংশনে এসে ইঞ্জিন ঘোরানোর সময় এ দূর্ঘটনা ঘটে। এতে নিহতের লাশ দিখন্ডিত হয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
জানা গেছে, মৃত নাদের মল্লিক রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের মৃত জব্বার মল্লিক এর পুত্র। সাথে থাকা তার নাতনী জানায়, তাকে পৌছে দেওয়ার জন্য ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনে বহরপুর থেকে কালুখালীতে তার বড় মেয়ের বাড়ীতে আসছিলো। ট্রেন থেকে নেমে পার হওয়ার সময় কানে না শোনার কারণে ইঞ্জিনের নিচে পড়ে কেটে মারা যায়।
এ সংবাদে কালুখালী থানা অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ^াস এর নেতৃত্বে এসআই শহীদুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে লাশের সুরত হাল রিপোর্ট করে।