“তামাক নয় খাদ্য ফলান” প্রতিপাাদ্য বিষয় নিয়ে রাজবাড়ী জেলাধীন কালুখালীতে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৩ উদযাপনে র্যালী ও আলোচনা সভা অনুস্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন কালুখালী এর আয়োজনে এ-উপলক্ষ্যে ৩১ মে বুধবার সকাল ১০ টায় র্যালী পরবর্তী উপজেলা পরিষদ এর হলরুমে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মেহেরুন্নাহার এর সভাপতিত্বে অনুস্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান শেখ মোঃ এনায়েত হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, এছাড়াও উপজেলা মৎস্য অফিসার খোন্দকার আবুবকর সিদ্দিক, সহকারী প্রােগ্রামার মিলন হোসেন,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) সুফিয়া পারভীন প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলা সাস্হ কর্মকর্তা ডাঃ ফারজানা ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার ও সহকারী শিক্ষা অফিসার সুপ্রিয়া রানী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকামত আলী মন্ডল, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম সহ বিভিন্ন জন উপস্থিত ছিলেন। আলোচনায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন তামাক চাষ বন্ধ না করলে সামাজিক ভাবে ও পরিবেশগত ভাবে ক্ষতি গ্রস্হ হবে।
তাই তিনি বিশেষ করে বলেন আমাদের দেশে যে সমস্ত এলাকায় তামাক চাষ হয় তাদেরকে তামাক চাষ বন্ধ করে অন্য ফসল উৎপাদন করার কথা বলেন।