রাজবাড়ী জেলাধীন কালুখালিতে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ উপলক্ষে সোমবার ৮ এপ্রিল বিকেলে থানা সংলগ্ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আতিউর রহমান নবাব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, তিনি তার বক্তব্যে বলেন দলকে শক্তিশালী করতে প্রতিটি ইউনিয়নে কর্মী সমাবেশ করতে হবে। এবং সকলকে দলের নীতি অনুযায়ী চলতে হবে, এবং মানুষের আস্থা কাজে লাগিয়ে নৌকায় ভোট আনতে হবে। বিশেষ করে তিনি আরও বলেন এই সরকারের আমলে বেকারদের বেকারত্ব দূর করে বেশি চাকরি দিয়েছে। সর্বপরি তিনি জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করার জন্য সকলকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। এসময় অন্যন্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মদাপুর ইউপির চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মজনু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মৃগী ইউপি চেয়ারম্যান এমএ মতিন, রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, সাওরাইল ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম আলী, ও উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আকামত আলী মন্ডল সহ বিভিন্ন উইনিয়নের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।