Newsun24

Most Popular Newsportal

জাতীয় রাজবাড়ী

কালুখালী থানায় নবাগত ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস এর যোগদান

নিজস্ব প্রতিবেদক:

রাজবাড়ী জেলার কালুখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করলেন প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস।

বুধবার (০৩ মে) সন্ধ্যায় কালুখালী থানায় যোগদান করেন। তিনি ইতিপূর্বে বালিয়াকান্দি থানায় ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও রাজবাড়ী গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

যোগদানের পর কালুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ও রাজবাড়ী পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান এর নির্দেশনায় কালুখালী থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছি। অত্র থানার সকল সাধারণ মানুষের সেবায় পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাবে। থানায় সেবা নিতে কোনো মাধ্যম প্রয়োজন হবে না। বিশেষ করে বাল্য বিবাহ, মাদক, ইভটিজিং রোধে জিরো টলারেন্স ঘোষণা করা হবে। মাদকের ব্যপারে কোনো ছাড় নেই। আইন শৃঙ্খলা রক্ষায় সাংবাদিক সহ সকল স্তরের মানুষের সহযোগীতা কামনা করছি।

তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার বাসিন্দা। ২৩/০২/২০০৬ ইং তারিখে তিনি সাব-ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!