নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে ৩ টা কেন্দ্রে শান্তি পূর্ণ ভাবে এসএসসি ও দাখিল পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পরীক্ষা চলাকালীন সময়ে সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট শাহ্ মোঃ সজীব, অন্য কেন্দ্রে রাজবাড়ী সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপুল শিকদার এছাড়াও এসএসসিতে কালুখালী উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে বাংলা ১ ম পত্রে ১১৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৩৬ জন অংশ গ্রহন করে। দায়িত্ব পালনে কেন্দ্র সচিব মোঃ শাহজাহান আলী, সরকারি দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা হিসাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম নাসিম আখতার, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, সহ সচিব মোঃ শিহাব উদ্দিন মোল্লা ও মোঃ সিদ্দিকুর রহমান।
কালুখালী দাখিল মাদরাসা কেন্দ্রে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয় প্রথম দিনে ২৫৫ জন এর মধ্যে ২৪৪ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। দায়িত্ব পালনে কেন্দ্র সচিব হিসেবে মাওঃ মোঃ লুৎফর রহমান, সরকারি কর্মকর্তা হিসাবে উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ নাজমুল হাসান, হল সুপার হিসাবে সুপার আব্দুর রব,এবং মাদ্রাসা সুপার আবু নূর মোঃ ইমারত আলী খান
অপর দিকে মৃগী বহুমুখী উচ বিদ্যালয় কেন্দ্রে বাংলা ১ ম বিষয় ৬৮২ জনের মধ্যে ৬৭৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে, দায়িত্ব পালনে কেন্দ্র সচিব মোঃ শাহজাহান আলী, সরকারী কর্মকর্তা হিসাবে উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার, সহ সচিব মোঃ আকবর আলী ও সুবাস চন্দ্র সহ তিনটা কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত ছিল।