নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ীর কালুখালীতে নানা আয়োজনে জাতীয় আইন সহায়তা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালী বের করে। র্যালীটি উপজেলা শহরের আশপাশ পদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয়।
র্যালী পরবর্তী উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম নাসিম আখতার, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, মদাপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু, প্রধান শিক্ষক আয়ুব আলী, রহমাতুন্নেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদুল ইসলাম, ইউপি সদস্য হাফিজুর রহমান তছির ও আঃ লতিফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।