Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী

কালুখালীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠিত

রাজবাড়ী জেলাধীন কালুখালীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্শক সেমিনার ও প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে । বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন কালুখালী ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ( বিসিএস আইআর) এর বাস্তবায়নে ২৭ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিশষদ চত্বরে এ প্রদর্শনী ফিতা কেটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।

এরপর তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণকৃত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রাজবাড়ী আবু কায়সার খান,

তিনি তার বক্তব্যে বলেন দেশ আয়তনে ছোট কিন্তু জনসংখ্যায় ভরপুর তাই বিজ্ঞানসম্মত কম খরচে কিভাবে চলা যায় সে ব্যাপারে বিভিন্ন পরামর্শ প্রদান করে বলেন,বেশি করে শস্য উৎপাদন করতে হবে এবং উৎপাদিত শস্য সংরক্ষণ করার ব্যাপারে যে পদক্ষেপ নেয়া দরকার সেটা নিতে হবে। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম নাসিম আখতার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী টিটো, এছাড়াও সেমিনারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিনিয়র সায়েন্টিফিক অফিসার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ ঢাকা মোঃ আজিজুল হক ও সহ কারী সচিব বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ ঢাকা কাজী মোঃ ইব্রাহিম খলিল, বলেন কিভাবে আম ও টমেটো থেকে জুস তৈরি করা যায়, এছাড়াও মাটি দিয়ে উন্নত চুলা তৈরি করে রান্নার কাজে জ্বালানি কাঠ সাশ্রয়ের ব্যাপারে বিভিন্ন কৌশল শিখানো হয়।অন্যন্যের মধ্যে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ এনায়েত ও উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার সহ অন্যন্যরা উপস্থিত ছিল।

আলোচনা শেষে বিকেলে ৮ টি অংশগ্রহণকৃত স্টলের মধ্যে তিন জনকে পুরস্কৃত করা হয় প্রথম উপজেলা কৃষি, দ্বিতীয় রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন ও তৃতীয় কালুখালী সরকারি কলেজ।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!