রাজবাড়ী জেলাধীন কালুখালীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২০ ফেব্রুয়ারি দিনব্যাপী এ ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে স্বাস্থ্য কমপ্লেক্স এর হল রুমে সকাল ১১ টায় অনুষ্ঠিত অবহিত করণ সভায় সভাপতিত্ব করেন আবাসিক মেডিকেল অফিসার ভারপ্রাপ্ত ডাঃ অতীশ দীপঙ্কর।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ এনায়েত হোসেন, এছাড়াও উপজিলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জুনিয়র কনসালটেন্ট গাইনি বিশেষজ্ঞ ডাক্তার নাহিদা ইয়াসমিন, মেডিকেল অফিসার ডাক্তার প্রতিভা সাহা অন্যন্যের মধ্যে স্বাস্থ্য পরিদর্শক ভারপ্রাপ্ত সুফিয়া পারভীন, সেনেটারি ইন্সপেক্টর শামসুন নাহার, সিনিয়র স্টাফ নার্স আকলিমা খাতুন ও স্থানীয় আজিজুল ইসলাম শাহ আজিজ প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনায় বক্তারা সঠিকভাবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এ প্লাস ক্যাম্পে পালন করার বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।