মো. শামীম হোসেন, রাজবাড়ী প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তিপূর্ণ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রæয়ারী) বেলা ১১ টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শান্তিপূর্ন মিছিল বের হয়। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে মিছিলটি করা হয়। মিছিলটি পাংশা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো’র সভাপতিত্বে শহরের ট্যাম্পুষ্ট্যান্ড চত্বরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওহাব মন্ডলের সঞ্চালনায় রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ ওয়াজেদ আলী মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ ওদুদ সরদার (অতুর), উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ সামছুল আলম মৃধা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব লীগের যুগ্ম আহবায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুল ইসলাম মারুফ, উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ কামাল আল মামুন, সেচ্ছা সেবক লীগের আহবায়ক মোঃ নাজমুল হাকিম রুমি সহ অনেকে বক্তব্য দেন।
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা তাদের বক্তব্যে বলেন, সারাদেশে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে তাদের এই শান্তিপূর্ন মিছিল ও শান্তি সমাবেশ। ২০২৪ সালে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জামাত দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা তৈরী করার চেষ্টা করছে। এ জন্য বিএনপি সারা দেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। এ কর্মসূচিগুলোর উদ্দেশ্য দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করা। আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মানুষ ভালো আছে, শান্তিতে আছে, মানুষ শান্তিতে ঘুমাচ্ছে। আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করে যাচ্ছে এ উন্নয়ন বিএনপির কোন ভাবেই শজ্য হচ্ছে না। কারণ তারা দেশের উন্নয়ন চায় না। দেশের মানুষ ভালো থাক বিএনপি জামাত কখনই চায় না। তারা যদি দেশ ও দেশের মানুষরে ভালো চেতো তাহলে কখনই দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইতো না।