পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
‘সাহিত্য সম্মাননা স্মারক-২০২২ পেয়েছেন দৈনিক ‘আজকের পত্রিকা ও দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রতিনিধি মো. শামীম হোসেন।
সাংবাদিকতা অঙ্গনে নিরলস অবদানের স্বীকৃতি স্বরূপ এ সম্মাননা স্বারক (ক্রেস্ট) পায়েছেন তিনি। এছাড়াও তিনি পাংশা প্রেসক্লাবের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
আজ শুক্রবার (৯ ডিসেম্বর) বিকাল ৪ টায় পাংশা পৌর শহরের আব্দুল মালেক প্লাজার বিশ্বাস কমিউনিটি সেন্টারে পাংশা লেখক ও সাংস্কৃতি সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান-২০২২ অনুষ্ঠিত হয়।
সংগঠনটির আয়োজনে শিল্প, সাহিত্য, সাংবাদিকতায়, সামাজিক ও সংস্কৃতি অঙ্গনে নিরলস অবদানের স্বীকৃতি স্বরূপ স্থানীয় কবি, লেখক ও সাংবাদিকদের সম্মাননা স্বারক প্রদান করা হয়। এছাড়াও হতদরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
পাংশা লেখক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী সেলিম মাবুদের সভাপতিত্বে এ সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডু, পাংশা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবির, পাংশা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, মাগুড়া থেকে প্রকাশিত মোহাম্মদপুর বার্তা পত্রিকার সম্মাদক সালাউদ্দিন আহম্মেদ মিলটন, বরেণ্য কবি মোল্লা মাজেদ, পাংশা স্পটিং ক্লাবের সভাপতি (সাংবাদিক) মাসুদ রেজা শিশির প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, পাংশা লেখক ও সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক খোকন বিশ্বাস।
এছাড়াও স্থানীয় লেখক, কবি, সাহিত্যিক ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।