না ফেরার দেশে চলে গেলেন রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব কাজী জহুরুল হক (ইন্নানিল্লাহি ওয়া ইন্নানিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০১ বছর। পারিবারিক সূত্রে জানাযায়, নিজ বাড়ীতে তিনি ৪ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে হৃতক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।
পরদিন ৫ ডিসেম্বর সকাল ১০টায় কালুখালী রেলস্টেশনের প্লাটফর্ম চত্ত¡রে স্টেশন জামে মসজিদের ইমাম হাফেজ মোক্তার হোসেন এর ইমামতিতে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, জাকির হোসেন মোল্লা, কালখালী সরকারী কলেজের সহকারী অধ্যাপক বজলুর রশীদ, এ্যাড. ইমমদাদুল হক রাকু কাজী, চন্দনী ইউপির সাবেক চেয়ারম্যান কেএম সিরাজুল আলম চৌধুরী, রতনদিয়া ইউপি সদস্য মোঃ হাফিজুর রহমান তসির, আজিজ মোল্লা, নিমাই ফকির, রিয়াজুল ইসলাম, আঃ গফুর মোল্লা, মোঃ বাবলু মোল্লা, আবুল কাশেম কারি, মরহুমের পুত্র মোঃ বিপ্লব কাজী ও পল্লব কাজী সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। মরহুম তার জীবদ্দশায় সদালাপি ও দানশীল হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে তিনি অসহায় গরীব দুঃখী ও শিক্ষার্থীদের বেশি সাহায্য করতেন। বেশি সময় তিনি স্টেশনের রঞ্জুর চায়ের দোকানে অবসর সময় কাটাতেন।
জানাজা নামাজ শেষে তাকে মালিয়াট কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। মরহুম তার অগচরে ৩পুত্র ও ৪ কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।