কালুখালীতে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুস্ঠকরন প্রকল্পের আওতায় ৩দিনব্যাপি প্রশিক্ষন উদ্বোধন
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে ২৯ নভেম্বর মঙ্গলবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কালুখালী কর্তৃক আয়োজিত আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরন প্রকল্পের আওতায় নির্বাচিত খামারিদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ শুভ উদ্বোধন অনুস্ঠিত হয়েছে।
সকাল ৯ টায় হাসপাতালের প্রশিক্ষণ কক্ষে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব, উদ্বোধন কালে তিনি বলেন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গরু লালন পালনের ওপর জোর দেওয়ার কথা বলেন।এক্ষেত্রে সকল খামারিদের সহযোগিতা প্রয়োজন। গরুর যেকোন অসুস্থতায় অত্র হাসপাতালের সহযোগিতা নেয়ার জন্য অনুরোধ করা হয়। এসময় খামারিদের মাঝে উন্নতমানের ভিটামিন ঔষধ বিতরণ করা হয় এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ দিতে নিষেধ করা হয়। এতে লাভবান হবে সবাই।
এসময় জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফজলুল হক সরদার, উপ- পরিচালক কৃতিম প্রজনন ডাঃ কামাল বাসার ও উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ আবু হেনা মোঃ আসিফ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।