কালুখালী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার কালুখালী উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মুহাম্মদ ফজলুল হক এর বড় মেয়ে নুশরাত ফারহানা শেফা ২০২২ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে।
গতকাল সারা দেশের ন্যায় দুপুরে ফলাফল হাতে পাবার পর পরিবার ও শুভাকাঙ্খিদের মাঝে আনন্দমূখর পরিবেশের সৃষ্টি হয়। সে উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
নুশরাত ফারহানা শেফা ফলাফল পেয়ে বলেন, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। বাবার দেখানো পথে মানুষের সেবা করতে চাই। সকলে আমার জন্য দোয়া করবেন।