রাজবাড়ী জেলাধীন কালুখালীতে উপজেলার ৭ টি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুস্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি ও কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক লায়ন এ্যাডঃ আব্দুর রাজ্জাক খান এর সার্বিক তত্ত্বাবধানে তার সভাপতিত্বে ২৬ নভেম্বর শনিবার বেলা ১২ টায় উপজেলার রতনদিয়া ইউপির রুপপুর কিংজুট মিল লিঃ এর হলরুমে অনুস্ঠিত এ মতবিনিময় সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব মোঃ মোসলেম উদ্দিন মিয়া, বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিরু, শাহাদাৎ হোসেন সাইফুল, মোঃ আক্কাস আলী মোল্লা, মোঃ জিল্লুর রহমান
এছাড়াও মোঃ নজরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন জুলু, আশরাফুল আলম বাদশা খান,আসাদ বিশ্বাস, মোঃ শাহজাহান বিশ্বাস মোঃ আলমগীর হোসেন ও আজিজ সহ বিভিন্ন নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনায় সভাপতির বক্তব্যে লায়ন এ্যাডঃ আব্দুর রাজ্জাক খান তিনি তার বক্তব্যে বলেন আগামী দিনে দলের বিভিন্ন কর্মসূচিতে সকলকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।তিনি গত ১২ নভেম্বর ফরিদপুর বিএনপির বিভাগীয় সমাবেশ সম্পর্কে বিশ্লেষণ করে বলেন এখন সময় এসেছে, থেমে থাকার সুযোগ নেই। সর্বপরি তিনি দলের জন্য যা করা দরকার সেটা করবেন, কর্মীদের সাথে নিয়ে আগামী দিনের রাজনৈতিক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করবেন। দলের চেয়ার পারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক জিয়ার সুস্বাস্থ্য ও দির্ঘায়ু কামনা করেন।