পাংশায় ডিজিটাল উদ্ভাবনী মেলায় পাটের আশ ছাড়ানো মেশিন বানিয়ে প্রথম হলেন হোসেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ
মোঃ শামীম হোসেন।
সারাদেশের ন্যায় গতকাল বুধবার রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় ডিজিটাল উদ্ভাবনী মেলা- ২০২২। দিনব্যাপী অনুষ্ঠিত মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী। মেলায় পাটের আশ ছাড়ানো মেশিন বানিয়ে উন্মুক্ত পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী হিসেবে প্রথম স্থান অধিকার করেন উপজেলা মৈশালা বাজারে অবস্থিত মেসার্স হোসেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ।
প্রথমস্থান অধিকার করায় প্রতিষ্ঠানটিকে সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা স্বারক ক্রেস্টটি গ্রহণ করেন মেসার্স হোসেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের স্বত্বাধীকারী মোঃ হোসনে আলী বিশ্বাস। উন্মুক্ত পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করেন ব্যাংক এশিয়া, তৃতীয় স্থান অধিকার করে এনজিও প্রতিষ্ঠান ব্র্যাক। এছাড়াও মেলায় ডিজিটাল উদ্ভাবনী স্টলের মধ্যে প্রথম স্থান অধিকার করে উপজেলা ভূমি অফিস, দ্বিতীয় স্থান অধিকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস, তৃতীয় স্থান অধিকার করে উপজেলা সমাজ সেবা অফিস।
কলেজ পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী প্রতিষ্ঠান হিসেবে প্রথম স্থান অধিকার করে পাংশা সরকারী কলেজ, দ্বিতীয় স্থান অধিকার করে পাংশা মহিলা কলেজ। মাধ্যমিক পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী প্রতিষ্ঠান হিসেবে প্রথম স্থান অধিকার করে কাজী আব্দুল মাজেদ একাডেমী, দ্বিতীয় স্থান অধিকার করে পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, তৃতীয় স্থান অধিকার করে এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ। সেই সাথে কুইজ প্রতিযোগীতাসহ বিভিন্ন প্রতিযোগীতা ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিন ব্যাপী এ মেলার সমাপ্তি হয়।
উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ মেলায় বিভিন্ন সরকারী বে-সরকারী দপ্তর, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, বিভিন্ন স্কুল কলেজ স্টল দিয়ে ৪টি শ্রেণীতে বর্ণাঢ্য প্যাভিলিয়ান করা হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী’র সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ মোত্তালেব আলী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস।