নিজস্ব প্রতিবেদকঃ
রাজবাড়ীর কালুখালীতে ১ নভেম্বর জাতীয় যুব দিবস ২০২২ উদযাপনে যুব র্যালী, আলোচনা সভা ও যুবদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
কালুখালী যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে ” প্রশিক্ষিত যুব উন্নত দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ ” প্রতিপাদ্য বিষয় নিয়ে মঙ্গলবার সকালসাড়ে ১১ টায় এ-উপলক্ষ্যে উপজেলা পরিষদ এর হলরুমে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল বাসার চৌধুরী অন্যন্যের মধ্যে উজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ নাইমুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আকামত আলী মন্ডল, ওয়েড সংস্থার নির্বাহী পরিচালক মোঃ খায়রুল হাসান মিন্টু, গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শেখ মোঃ মাসুদ রানা প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে ১৭ জনের মাঝে যুব ঋন এর চেক ওঅন্যান্যদেরকে সনদ বিতরণ করা হয়। এ