পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিনে অনার্স প্রথম বর্ষের প্রক্সি দিতে এসে সরিষা বঙ্গবন্ধু সরকারি কলেজের এক শিক্ষার্থী আটক হয়েছে। শুক্রবার পাংশা সরকারি কলেজে ২০৫ নম্বর কক্ষে পরিক্ষা চলাকালীন সময়ে সন্দেহজনক ভাবে ওই শিক্ষার্থীকে আটক করে পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন।
খোজ নিয়ে জানা যায়, প্রক্সি দিতে আসা শিক্ষার্থীর নাম মো. শাকিল হোসেন (২২)। মো. শাকিল হোসেন উপজেলার সরিষা ইউনিয়নের বঙ্গবন্ধু সরকারি কলেজের মানবিক শাখার এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ও ইউনিয়নের বেজপাড়া গ্রামের সোহরাব মন্ডলের ছেলে।
আটকের সময় প্রক্সি দিতে আসা শিক্ষার্থীর কাছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পাংশা সরকারি কলেজের ২০০২৩০৫৩১১০ নম্বরের একটি স্টুডেন্ট আইডি পাওয়া যায়। স্টুডেন্ট আইডিতে নাম লেখা রয়েছে সজীব খান, পিতা: হাবিবুর রহমান, মাতা: জামানা খাতুন। খোজ নিয়ে জানা যায়, সজীব খান উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পাটিকাবাড়ী গ্রামের বাসিন্দা। সেনা সদস্য হিসেবে চিটাগং এ কর্মরত রয়েছে। সজীব খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করে সাংবাদিক পরিচয় দিলে তিনি ফোনটি কেটে দেন পরবর্তীতে তাকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।
পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন জানান, পরিক্ষা চলাকালীন সময়ে সন্দেহজনক ভাবে ওই পরিক্ষার্থীর কাছে নাম পরিচয় জানতে চাইলে সঠিক ভাবে বলতে না পারায় তাকে আটক করা হয়। পরে আমরা দেখি এ্যাডমিট কার্ডের সাথে তার ছবির কোন মিল নেই এবং তিনি পক্সি দিতে আসছে বলে আমরা নিশ্চিত হই। পরবর্তীতে পুলিশ ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবগত করি। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল জানান, তিনি পরীক্ষার্থী না হওয়া শর্তেও অন্য একজন পরীক্ষার্থীর পরীক্ষা দিতে আসছিলো। একারণে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ওই শিক্ষার্থীকে পাবলিক পরীক্ষা সমুহ (অপরাধ) আইন-১৯৮০ সালের (৩)(খ) ধারায় এক বছরের বিনাশ্রম কারাদÐ ও ৫০০ টাকা জরিমানা প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে এবং সময় তার কাছে থাকা পরিক্ষার মূল আইডিকার্ড, ওএমআর সহ মূল উত্তরপত্র, পরিক্ষার প্রশ্নপত্র ও উপনিত তালিকার ফটোকপি জব্দ করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনায় পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ কামরুল ইসলামসহ থানা পুলিশের একটি দল সহযোগীতা করেন।