পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশায় কলেজ মোড় থেকে ছিনতাই হওয়া ১০ লক্ষ টাকা উদ্ধার ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ খালিদ বিন ওয়ালিদ (২৪) নামের একজনকে আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৯ টায় পাংশা মডেল থানায় অনুষ্ঠিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান। খালিদ বিন ওয়ালিদ পাংশা পৌর শহরের নারায়নপুর গ্রামের মোঃ আজিজুল মন্ডল।
প্রেস কনফারেন্সে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, গত ১৬ অক্টোবর দুপুর রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহসড়কের পাংশা কলেজ মোড় এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ ঘটনায় ছিনতাইয়ের স্বীকার দোলন চক্রবর্তী (৩৪) বাদি হয়ে দুইজনের নাম উল্লেখ সহ একজনকে অজ্ঞাত আসামী করে ঘটনার পরদিন পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পাংশা উপজেলার সামনে অবস্থিত শেথ এন্টারপ্রাইজ (ডিস্টিবিউশন হাউজ) নগদ এর সেল্স সুপারভাইজার হিসেবে কর্মরত।
তিনি আরোও জানান, ছিনতায়ের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে টাকার ব্যাগ রেখে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগ ভর্তি ১০ লক্ষ টাকা এবং ছিনতায়ের স্বীকার দোলন চক্রবর্তীকে আহত অবস্থায় উদ্ধার করে।
মামলার প্রেক্ষীতে এই ঘটনার সাথে জড়িত খালিদ বিন ওয়ালিদকে গতরাতে আজিজ সরদার বাসষ্ট্যান্ড থেকে আটক করা হয়েছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত টিভিএস কোম্পানির ১৫০ সিসির একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ছিনতাইয়ের সাথে জড়িত অন্য আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যহত রয়েছে। উদ্ধারকৃত টাকা আইনি প্রক্রীয়ার মাধ্যমে হস্থান্তর করা হবে।