নিজস্ব প্রতিবেদকঃ
রাজবাড়ীর কালুখালীতে সোনালী ব্যাংক লিমিটেড এর কালুখালী শাখা বৃহৎ পরিসরে ও অত্যাধুনিক সেবা নিয়ে স্থানান্তরিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নতুন ভবনের দ্বিতীয় তলায় শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এ-উপলক্ষ্যে আজ (২৫ অক্টোবর) সকাল ১০ টায় ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর ফিতা কেটি ভবনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব এসময় ভবনের মধ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে কালুখালী শাখার সোনালী ব্যাংক লিমিটেড এর ম্যানেজার মোহাম্মদ আলিম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব। তিনি তার বক্তব্যে বলেন ব্যাংকে নতুন কোন সুযোগ সুবিধা আসলে সাথে- সাথে গ্রাহকদের জানাতে হবে। এবং মানুষকে বুঝাতে বলেন। গ্রাহক না আসলে প্রতিষ্ঠান মরুভূমিতে পরিনত হবে। সর্বপরি তিনি সকল গ্রাহকদের সাথে ব্যাংক কর্মকর্তাদের ভালো আচরন করতে বলেন এবং গ্রাহকদের ও সেবা নিতে কর্মকর্তাদের সাথে সৌজন্য বোধ বজায় রাখতে বলেন।
বিশেষ অতিথি হিসেবে ডিজিএম প্রিন্সিপাল অফিসার রাজবাড়ী মোঃ হাবিবুর রহমান, ম্যানেজার সোনালী ব্যাংক লিঃ রাজবাড়ী শাখা মুনতাসির আল মামুন, কালুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আকামত আলী মন্ডল, ডেপুটি কমান্ডার আঃ খালেক মাস্টার, বঙ্গবন্ধু পরিষদ প্রিন্সিপাল কমিটি রাজবাড়ী সাধারণ সম্পাদক মোঃ মাকসুদুর রহমান, এছাড়াও উপজেলা প্রকৌশলী মো. তৌহিদুল হক জোয়ার্দার, ওসি তদন্ত মোঃ আঃ গনি,গ্ রাহক বিশিষ্ট আইনজীবী কাজী ইমদাদুল হক রাকু, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ জসিম উদ্দিন মোল্লা ও ডাঃ গোপাল শিকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।