Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী

কালুখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২উদযাপনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন কালুখালী ও পাংশা হাইওয়ে থানার আয়োজনে এ- উপলক্ষে শনিবার ২২ অক্টোবর  সকাল ১১ টায়  কালুখালী  উপজেলা পরিষদ চত্বর থেকে বিশাল একটি র‍্যালী বের হয়ে উপজেলা আশপাস রাস্তা পদক্ষিন করে।
র‍্যালীতে পাংশা হাইওয়ে থানা পুলিশ উপজেলা প্রশাসন,ও ইজিবাইক, অটোরিকশা পিকআপভ্যান ড্রাইভার বৃন্দ অংশ গ্রহন করে  একই জায়গায় মিলিত হয়।র‍্যালী পরবর্তী উপজেলা পরিষদ এর হলরুমে এক আলোচনা সভা অনুস্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব  তিনি তার বক্তব্য উপস্থিত সকল ড্রাইভারদের উদ্দেশ্য বলেন সড়কে সবাই সতর্কতার সহিত গাড়ি চালাবে।তিনি আরও বলেন ১৭০ বর্গ কিলোমিটারের কালুখালীর মধ্যে সাবধানে গাড়ি চালানোর দিক নির্দেশনা প্রদান করেন। সমগ্র জনগোষ্ঠীর জন্য নিরাপদ সড়ক দরকার, সব সময় নিজের নিরাপত্তা ও পথচারীদের নিরাপদ এবং নিরাপদ সড়ক দিয়ে সকল চালকের গাড়ি চালাতে বলেন।
এ-সময় পাংশা হাইওয়ে থানার ওসি মোঃ আসাদুজ্জামান বলেন কুয়াশায় দৃষ্টিসীমার মধ্যে থামানো যায় এমন ধীরগতিতে সর্বদা নিরাপদ দূরত্ব বজায় রেখে রাস্তায় গাড়ি চালাতে হবে।বিশেষ করে ফগ লাইট এবং পার্কিং লাইট জালিয়ে রাখতে হবে।এছাড়াও উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার আবু বকর সিদ্দিক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!