মো. শামীম হোসেন।
জীবনের শেষ ইচ্ছা পূরণে কোটি টাকা ব্যয়ে বায়তুল্লাহ নূর জামে মসজিদ নামের একটি দৃষ্টিনন্দন মসজিদ করছেন জাহানারা বেগম। জাহানারা বেগম রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডের ফলিমাড়া গ্রামের মৃত আব্দুল জলিল মন্ডলের মেয়ে। জাহানারা বেগম ঢাকার সানটেক্স ফ্যাশন নামের একটি (গার্মেন্টস ব্যবসা) প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
শনিবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে তার নিজ ইউনিয়নের দুরশুন্দিয়া গ্রামে পৈত্রিক সম্পত্তির উপর এ মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। তার নিজ উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে এ মসজিদ নির্মাণ করছেন।
জাহানারা বেগম নিজে উপস্থিত থেকে এ মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, কলিমহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ বিলকিছ বানু, কলিমহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বকুল বিশ্বাস, পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আওয়াবুল্লাহ্ ইব্রাহীম সহ স্থানীয় ওলামায়ে কেরামগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এ সময় জাহানারা বেগম জানান, ছোট বেলা থেকেই আমার স্বপ্ন ছিল এলাকায় একটা দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করব। সেই স্বপ্ন থেকেই আমার এই উদ্যোগ এবং এই মসজিদ নির্মাণ করাটাই আমার জীবনের শেষ ইচ্ছা। পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে আমার ভাইয়ের সাথে জমি সংক্রান্ত জটিলতা ছিলো। সেই জটিলতা কাটিয়ে আমার স্বপ্নকে ছুঁয়ে বাস্তবে রুপ দিতে যাচ্ছি। আমার পৈত্রিক সম্পত্তি থেকে পাওয়া ১০ শতাংশ জমির উপর এই মসজিদ নির্মাণ করা হচ্ছে। দৃষ্টিনন্দন এ মসজিদ নির্মাণে প্রায় এক কোটি টাকা ব্যায় হবে বলে জানান তিনি।