Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী

পাংশায় সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতিকালে অস্ত্র-গুলি সহ গ্রেপ্তার-১

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।

রাজবাড়ী পাংশা উপজেলার সরিষা ইউনিয়ন থেকে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও গুলি সহ মোঃ আরিফ মিয়া (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। আটককৃত মোঃ আরিফ মিয়া উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা দক্ষিণপাড়া গ্রামের মোঃ সিরাজ মিয়ার ছেলে।

এ অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় শুক্রবার দুপুর ১২ টায় পাংশা মডেল থানায় এক প্রেস কনফারেন্সের আয়োজন করে পুলিশ। প্রেস কনফারেন্সে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত ৯ টার দিকে থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সরিষা ইউপির বহলাডাঙ্গা দক্ষিনপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানের এক পর্যায়ে বহলাডাঙ্গা দক্ষিনপাড়া গ্রামের রুকু বিশ্বাসের মেহগনি বাগানে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করে। পালানোর চেষ্টাকালে আরিফ মিয়াকে আটক করে। বাকিব্যাক্তি পালিয়ে যায়। এ আরিফের হেফাজতে থানা দেশীয় তৈরী একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে।

গেপ্তারকৃত আরিফ মিয়ার বিরুদ্ধে শুক্রবার (২১ অক্টোবর) ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (ধ)(ভ) ধারায় মামলা রুজু করা হয়েছে এবং পলাতক ব্যক্তির তথ্য সংগ্রহ আটক করে আইনের আওতায় আনার জোর প্রচেষ্টা অব্যহত রয়েছে বলে জানান।

তিনি আরোও জানান, এ অস্ত্র বিভিন্ন এলাকার সন্ত্রসীদের কাছে ভাড়া দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনায় সহযোগীতা সহ ডাকাতির কাজে ব্যবহার করা হতো।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!