॥ মোঃ শামীম হোসেন॥
রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুপুর ডাঙ্গীপাড়া এলাকায় প্রায় তিন বছর ধরে পুরাতন নষ্ট গুড়ের সাথে চিনি, রং ও বিভিন্ন বিষাক্ত ক্যামিকেল দিয়ে ভেজাল গুড় তৈরী করে আসছিলো ভাই ভাই এন্টারপ্রাইজ নামের একটি গুড় কারখানা। গত ১২ অক্টোবর (বুধবার) দুপুর ১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদ্য যোগদানকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান রুবেল।
এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৪২ ধারায় কারখানা মালিক শেখ আলমাছকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা, কারখানায় থাকা পুরাতন গুড় ও গুড় তৈরীতে ব্যবহৃত বিষাক্ত ক্যামিকেল ধ্বংস ও প্রতিষ্ঠানটির অন্যান্য জব্দ করা হয়। জব্দকৃত মালামল স্থানীয় ইউপি সদস্য জিম্মায় রাখা হয়। এছাড়াও প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।
কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেওয়ায় এলাকাবসীর মধ্যে ব্যাপক উৎসহ উদ্দীপনা বিরাজ করছে।
বৃহস্পতিবার বাহাদুরপুর বাজারে গেলে এলাকাবসীরা জানান, এই কারখানার পুরাতন নষ্ট গুড়ের গন্ধে এলাকায় থাকা দায় হরে পড়েছিলো। কারখানা এলাকায় পরিবেশ দূষণের সৃষ্টি হয়েছিলো। বিষাক্ত ক্যামিকেল দিয়ে পুরাতন গুড়ের সাথে চিনি মিসিয়ে গুড় তৈরী করা হতো। যা মানব দেহের জন্য ক্ষতিকর। আগেও কারখানাটিতে অনেক বার অভিযান পরিচালনা করা হয়েছিল। সর্বচ্চ ১ লক্ষ টাকাও জরিমানা করা হয়েছিল কিন্তু কারখানাটি বন্ধ করা হয়নি। এবারের অভিযানে কারখানাটি বন্ধ করে দেওয়ায় তারা অনেক আনন্দিত। এই অভিযান যিনি পরিচালনা করেছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অভিযান একটি সফল অভিযান। এই অভিযান প্রসংশার দাবি রাখে এবং উপজেলা প্রশাসনের প্রতি এই ধরণের অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানান স্থানীয়রা।