পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশায় ভাই ভাই এন্টারপ্রাইজ নামের একটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালদ। অভিযানে কারখানা মালিক শেখ আলমাছকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা ও কারখানায় থাকা পুরাতন গুড় সহ গুড় তৈরীতে ব্যবহৃত বিষাক্ত বিভিন্ন ক্যামিকেল ধ্বংস ও প্রতিষ্ঠানটি সীলগালা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১২ অক্টোবর) বেলা ১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান রুবেল। কারখানাটি উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামে অবস্থিত।
জানা যায়, পুরাতন নষ্ট গুড়ের সাথে চিনি ও বিভিন্ন রং মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে কারখানাটিতে ভেজাল গুড় তৈরি করা হতো। শেখ আলমাছ নামে এক ব্যক্তি প্রায় তিন বছর আগে গড়ে তুলেছেন ভাই ভাই এন্টারপ্রাইজ নামের এই ভেজাল গুড়ের কারখানা। শেখ আলমাছ মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের গবিন্দপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, এই কারখানায় সম্পুর্ণ অবৈধ ভাবে গুড় তৈরী করা হয়। এর আগেও কারখানায় অনেকবার প্রসাশন অভিযান পরিচালনা করেছে। অনেক জরিমানাও করেছে কারখানাটি বন্ধ হয়নি। কারখকানা এলাকায় পুরাতন নষ্ট গুড়ের গন্ধে থানা কস্টকর। তারা কারখানাটি সম্পুর্ণ বন্ধ করার দাবি জানান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান রুবেল জানান, এই কারখানায় বিষাক্ত ক্যামিকেল ব্যবহার করে গুড় তৈরী করে বাজারজাত কারর সুনিষ্টি তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে তথ্যের সত্যতা পাওয়া যায় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৪২ ধারায় ১৫ দিনের বিনাশ্যম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। কারখানায় থাকা পুরাতন গুড় সহ গুড় তৈরীতে ব্যবহৃত বিষাক্ত ক্যামিকেল ধ্বংস ও প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানটির অন্যান্য জব্দকৃত মালামল স্থানীয় ইউপি সদস্য জিম্মায় রাখা হয়েছে।