পাংশায় স্বপ্নসিঁড়ির উদ্যোগে শিক্ষার্থীদের মেধা বিকাশে স্কুলভিত্তিক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশায় বিশ্ববিদ্যালয়ের স্বপ্নকে জাগ্রত করতে ও শিক্ষার্থীদের মেধা অন্বেষণে স্কুলভিত্তিক কুইজ প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) স্বপ্নসিঁড়ি স্টুডেন্টস য়েলফেয়ার এসোসিয়েশন আয়োজনে সাতটি স্কুলের অংশগ্রহনে স্ব স্ব স্কুলে সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত একযোগে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উক্ত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা প্রতিষ্ঠান হলো, সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, শহীদ খরিরুজ্জামান উচ্চ বিদ্যালয়, কে, রাজ উচ্চ বিদ্যালয়, কাচারিপাড়া হাই স্কুল, যশাই উচ্চ বিদ্যালয়, শাহাবুদ্দিন আহমেদ আদর্শ একাডেমি ও ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়।
এ কুইজ প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন, স্বপ্নসিঁড়ি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক উত্তম কুমার সাহা।
জান যায়, সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিটি প্রতিষ্ঠান থেকে ৫ জন করে বিজয়ী করা হবে এবং এই মাসের মধ্যে বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার দেওয়া হবে।
এ প্রসঙ্গে সংগঠনের সভাপতি আল জুবায়ের মিরাজ জানান, করোনা মহামারীর পর থেকে পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের উদাসীনতা লক্ষ যাচ্ছে। প্রান্তিক শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং তাদের পড়াশোনায় মনোযোগ সৃষ্টির লক্ষ্যে স্বপ্নসিঁড়ি বিভিন্ন আঙ্গিকে কাজ করে যাচ্ছে। এই কুইজ কর্মসূচি তারই একটি অংশ। শিক্ষকদের পরামর্শে ও শক্ষার্থীদের আন্তরিকতায় এমন বিভিন্ন কর্মসূচির আয়োজন চলমান থাকবে।