নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ী জেলাধীন কালুখালী উপজেলার মৃগীতে আগামী ৬ অক্টোবর জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস ২০২২ উদযাপনে ক্যাম্পেইন আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৬ নং মৃগী ইউনিয়ন পরিষদ এর আয়োজনে এ-উপলক্ষ্যে ৩ অক্টোবর সোমবার বেলা ১২ টায় ইউনিয়ন পরিষদ এর কার্যালয়ে রাজনৈতিক ব্যাক্তি বর্গ ব্যাংক, এনজিও প্রতিনিধি স্কুল, কলেজ,মাদরাসা প্রধান ঈমাম ও স্হানীয় জনপ্রতিনিধিদের অংশ গ্রহনে এক আলোচনা সভা অনুস্ঠিত হয়।
এতে ইউপি চেয়ারম্যান এমএ মতিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব। তিনি তার বক্তব্য বলেন ইউনিয়ন পরিষদে যারা কাজ করেন তাদেরকে যুক্তি সংগত ভাবে জেনে বুঝে কাজ করতে হবে। কোন ভুল তথ্য দেওয়া যাবে না। বিশেষ করে তিনি আরও বলেন জন্ম মৃত্যুর নিবন্ধন এর ব্যাপারে মিথ্যাচার করতে নিষেধ করেন।এছাড়াও বাজারে যে সমস্ত ব্যাবসায়ী কম্পিউটার এর কাজ করেন তাদের ব্যাপারে বলেন কেউ অন্যায় কাজ করলে তাকে শাস্তির ব্যবস্থা করা হবে।
রাজনৈতিক ব্যাক্তি, ঈমাম জনপ্রতিনিধি এদেরকে সমাজে বাল্য বিবাহ, ইভটিজিং বিষয়ে সচেতন থাকতে হবে, এধরনের কাজ দেখলে সাথে সাথে প্রশাসনকে খবর দিতে হবে।সর্বশেষ তিনি ইউনিয়ন সচিব ও ইউনিয়ন পরিষদ ভবন এর ব্যাপারে উপর মহলের মাধ্যমে দ্রুত সমাধান করার আশাবাদ ব্যাক্ত করেন। ইউনিয়নের ভারপ্রাপ্ত সচিব মোঃ নাসির উদ্দিন এর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আঃ রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, বালিয়াকান্দি সরকারি কলেজ এর প্রভাষক মোঃ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক মৃগী শহীদ দিয়ানত কলেজ কে এম মনিরুল আনোয়ার, উপসহকারী মেডিকেল অফিসার ডাঃ রিপোন বিশ্বাস ও মৃগী ইউপি আওয়ামীলীগের ( ভারপ্রাপ্ত) সভাপতি আবুল হোসেন জোয়াদ্দার প্রমুখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে এমএ মতিন মৃগী ইউনিয়নকে উন্নয়ন করতে উপস্থিত সকল মহলের কাছে সাহায্য সহযোগিতা কামনা করেন।এছাড়াও ৪৫ দিনের মধ্যে জন্ম মৃত্যুর নিবন্ধন সঠিক ভাবে করতে বলেন।বিশেষ করে স্কুল কলেজ এর শিক্ষার্থীদের ব্যাপারে বলেন কোন ছাত্র নেশা বা ইভটিজিং বিষয় জরিত থাকলে তাদের করা শাসন করতে হবে।