পাংশায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভাই ভাই সংঘ মন্ডপে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
শামীম হোসেন:
শারদীয় দুর্গাপ‚জা উপলক্ষে রাজবাড়ীর পাংশা ভাই ভাই সংঘ ও মাতৃ মন্দিরের আয়োজনে চিত্রাংকণ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২রা অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় পাংশা পৌর শহরের প্রাণ কেন্দ্র নারায়পুরে অবস্থিত ভাই ভাই সংঘ ও মাতৃ মন্দির প্রাঙ্গণে এ চিত্রাংকণ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। চিত্রাংকণ প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন উপজেলা শিল্পকলা একাডেমীর ২০ জন শিক্ষার্থী।
চিত্রাংকণ প্রতিযোগীতা শেষে সন্ধ্যা ৬ টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, জেলা পরিষদের সাবেক সদস্য ও ভাই ভাই সংঘ ও মাতৃ মন্দির কমিটির সভাপতি উত্তম কুমার কুন্ডুর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাট্য পরিচালক লিটু করিম, পাংশা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবির প্রমূখ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পূজা মন্দিরের পক্ষ থেকে প্রধান অতিথি ও উপস্থিত গণমাধ্যমকর্মীদের ফুলেল শুভেচছা জানানো হয়।