শাকিল আদনান:
রাজবাড়ীর কালুখালীতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পলিত হয়েছে।
রবিবার (২রা অক্টোবর) দুপুরে চাঁদপুর বাষ্ট্যান্ডে বঙ্গবন্ধু চত্ত¡রে রাজবাড়ী জেলা রিপোর্টাস ক্লাব এর আয়োজনে এ কর্মসূচী পালিত হয়।
রাজবাড়ী জেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি ও এটিএন বাংলার রাজবাড়ী প্রতিনিধি লিটন চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কালুখালী প্রেসক্লাবের সভাপতি দৈনিক যায়যায়দিনের কালুখালী প্রতিনিধি মোহাম্মদ ফজলুল হক, সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার কালুখালী প্রতিনিধি মোখলেছুর রহমান, জেলা রিপোর্টাস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সদস্য ও সিনিয়র সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম, দৈনিক যায়যায়দিনের পাংশা প্রতিনিধি সাংবাদিক মাসুদ রেজা শিশির প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়াও দৈনিক আমার সংবাদ এর কালুখালী প্রতিনিধি রাকিবুল ইসলাম, সাংবাদিক শেখ রনজু আহম্মেদ, মোকাররম হোসেন, আবু সাঈদ, শাকিল আদনান সহ কালুখালী, পাংশা, বালিয়াকান্দির সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ডিজিটাল আইন বাতিলের দাবি জানান এবং সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানান।