Newsun24

Most Popular Newsportal

রাজনীতি

প্রচার-প্রচারণায় এগিয়ে আ.লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আরুজ, দেখা মিলছেনা অন্য প্রার্থীদের

শামীম হোসেন:

আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য রাজবাড়ী জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ। তার প্রতীক তালগাছ। একেএম শফিকুল মোরশেদ আরুজ পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, পাংশা সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এবং রাজবাড়ী জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ সভাপতি।

জানা যায়, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনী প্রচার-প্রচারণায় তোড়জোর শুরু হয়েছে। জেলার সকল ইউনিয়ন পরিষদ, পৌরসভা প্রাঙ্গনসহ দৃশ্যমান বিভিন্ন স্থানে পোস্টার ও ব্যানার টাঙিয়ে প্রচার-প্রচারণার নতুনমাত্রা যোগ হয়েছে। প্রচার-প্রচারণার পাশাপাশি দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন। গতকাল ১ অক্টোবর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়ন পরিষদে ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে গণসংযোগ করেন তিনি। আর এই ইউনিয়নের গণসংযোগের মাধ্যমে জেলার সবগুলো ইউনিয়ন ও পৌরসভায় ভোটারদের সাথে গণসংযোগ শেষ হয়েছে। তবে তিনি ছাড়াও জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আরোও দুইজন প্রার্থী প্রতিদদ্বীতা করছেন। পাংশা উপজেলায় এখনো তাদের কোন প্রচার-প্রচারোণা করতে দেখা যায়নি বলে জানান অনেকেই। উপজেলায় তাদের কোন পোস্টারও দেখা যায়নি কোথাও।

গণসংযোগকালে তালগাছ প্রতীকে ভোট চেয়ে বক্তব্য রাখেন একেএম শফিকুল মোরশেদ আরুজ। এ সময় কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহরিয়ার সুফল মাহমুদের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান পিল্টুর সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মÐল, সিনিয়র সহ সভাপতি সামছুল আলম মৃধা, সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান গনি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদুদ সরদার অতুর, পাংশা পৌর সভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, বাবুপাড়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ইমান আলী সরদার, সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সজীব হোসেন, যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হোসেন খান, পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাস, কলিমহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলকিস বানু, কসবামাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন মন্ডল (শাম), কসবামাজাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান, হাবাসপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম প্রমুখ।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!