পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
রাজবাড়ীর কালুখালী থেকে অস্ত্র-গুলিসহ পাংশা পৌর কাউন্সিল তাজুল ইসলাম (৪০) ও তার সহযোগী হৃদয় মীরকে (২২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। তাজুল ইসলাম পাংশা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
তিনি পৌরসভার কোড়াপাড়া গ্রামের রফিকুল ইসলাম খালাসীর ছেলে। তার সহযোগী হৃদয় মীর পৌরসভার নারায়নপুর গ্রামের আব্দুল রহমান মীরের ছেলে। তাজুল ইসলাম স্থানীয় ‘তাইজেল’ বাহিনীর প্রধান হিসেবে পরিচিত।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালুখালীর সাওরাইল ইউনিয়নের চারাখালী গ্রামের মেহগনি বাগান থেকে তাদেরকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তাজুলের বিরুদ্ধে পাংশা মডেল থানায় ইতিপূর্বের তিনটি অস্ত্র মামলাসহ মোট আটটি মামলা এবং হৃদয় মীরের বিরুদ্ধে ইতিপূর্বে একই থানায় তিনটি (বিভিন্ন) মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।