নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ীর কালুখালীতে বিশ্ব পর্যটন দিবস ২০২২ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের আশপাশ রাস্তা পদক্ষিন করে একই স্থানে এসে সমাপ্ত হয়। র্যালী পরবর্তী উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজীব এর সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট (অব.) আকামত আলী মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুর রশিদ এছাড়াও অনুষ্ঠানে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন পর্যটন স্পটে বিশেষ লোগো সম্বলিত ব্যানার লাগানো হয়।