রাজবাড়ী জেলাধীন কালুখালীতে মীনা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ” নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা পতিপাদ্য বিষয় নিয়ে ২৪ সেপ্টেম্বর সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস কালুখালী এর আয়োজনে এ উপলক্ষে বিশাল একটি র্যালী বের করা হয়,
র্যালীটি উপজেলা পরিষদ চত্তর থেকে আশপাশের রাস্তা পদক্ষিন করে একই স্হানে এসে মিলিত হয়।র্যালী পরবর্তী উপজেলা পরিষদ এর হলরুমে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) মো. আব্দুর রশিদ, অন্যান্যর মধ্যে সহকারী শিক্ষা অফিসার সুপ্রিয়া রাণী বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও র্যালীতে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে অংগ্রহন কারী শিক্ষর্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন।