মোঃ শামীম হোসেন :
রাজবাড়ীর পাংশায় শারদীয় দুর্গাপূজা-২০২২ যথাযথ মর্যাদায় শান্তিপূর্ণ ভাবে উৎযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি মূলোক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজলো নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. মাসুদুর রহমান রুবেল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম,
উপজেলা প‚জা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দাস (সাগর), উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. চাঁদ আলী খান প্রম‚খ। এছাড়াও পাংশা পৌর সভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামন্ডপের সভাপতি/সম্পাদক সহ উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীরা সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা যায়, এ বছর উপজেলায় ১০২টি পূজামন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা।