মোঃ শামীম হোসেন:
আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচন-২০২২। আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের সমর্থীত প্রার্থী এ.কে.এম শফিকুল মোর্শেদ আরুজ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রাজবাড়ী জেলা প্রশাসক ও রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার আবু কায়সার খান এর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
রাজবাড়ী জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, এ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের সমর্থীত প্রার্থী এ.কে.এম শফিকুল মোর্শেদ আরুজ সহ চেয়ারম্যান পদে আরোও ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, ইমামুজ্জামান চৌধুরী, মো. রাশেদুজ্জামান, দীপক কুন্ডু ও মো. রকিবুল হাসান পিয়াল।
সংরক্ষিত মহিলা ১ নম্বর ওয়ার্ড সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন। তারা হলেন, মোছা. কোহিনুর বেগম, মিসেস সাহানা বেগম, মুক্তি রানী কর, সৈয়েদা নাজমুন নাহার, লুৎফুন নাহার, নুরজাহান বেগম ও হামিদা বেগম। সংরক্ষিত মহিলা ২ নম্বর ওয়ার্ড সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১ জন। তিনি হলেন, সফুরা খাতুন।
রাজবাড়ী সদর উপজেলা থেকে ১ নম্বর ওয়ার্ড সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন। তারা হলেন, মো. রাশেদুল হক, মো. আলাউদ্দিন শেখ, মো. লুৎফর রহমান, মো. আজম আলী মন্ডল, মো. আহসান হাবীব (সজল) ও মো. শওকত হাসান।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা থেকে ২ নম্বর ওয়ার্ড সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন। তারা হলেন, মো. ফারুক ইকবাল চৌধুরী, মো. ইউনুস মোল্লা ও আবুল কালাম আজাদ।
রাজবাড়ীর পাংশা উপজেলা থেকে ৩ নম্বর ওয়ার্ড সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ জন। তারা হলেন, উত্তম কুমার কুন্ডু, গোবিন্দ কুমার কুন্ডু, আবুল কাশেম সারোয়ার, নিজাম উদ্দিন, মো. হুমায়ূন কবীর (শাকিল), মো. কামরুজ্জামান খান, মো. হাবিবুর রহমান, মো. আব্দুল ওহাব মন্ডল, মোহাম্মদ হাবিবুর রহমান মিয়া ও মো. গোলাম মোস্তফা (লুলু)।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা থেকে ৪ নম্বর ওয়ার্ড সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন। তারা হলেন, আবুল কালাম আজাদ, মো. মাসুদ রানা, মো. শামীম মিয়া, মো. আব্দুল বারিক বিশ্বাস, আব্দুস সাত্তার খান ও মো. রোকনুজ জামান।
রাজবাড়ীর কালুখালী উপজেলা থেকে ৫ নম্বর ওয়ার্ড সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন। তারা হলেন, মো. খায়রুল ইসলাম, এ.বি.এম রোকনুজ্জামান, মো. জাকির হোসেন মোল্লা, মো. রফিকুল ইসলাম, মো. ইউসুফ হোসেন, মো. রাসেল আহম্মেদ ও মো. আজিজুল ইসলাম।
জানা যায়, আগমী ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই। ২৫ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ। ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ। আগামী ১৭ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।