Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী

কালুখালীতে এজেন্ট ব্যাংকে চুরির ঘটনার আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রাজবাড়ী জেলাধীন কালুখালীতে গান্ধিমারা বাজারের ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং থেকে চুরি যাওয়া টাকা উদ্ধার ও আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গত ২৪/০৮/২০২২ তারিখ দিবাগত রাতে গান্ধিমারা বাজারে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠানে একটি দুধর্ষ চুরি সংঘটিত হয়। অজ্ঞাতনামা আসামীরা ব্যাংকের ভোল্ট ভেঙ্গে ভোল্টে রক্ষিত নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এ সংক্রান্তে উক্ত ব্যাংকের স্বত্তাধীকারী মোঃ আমজাদ হোসেন মোল্লা (৫৬), পিতা-মৃত ঈসমাইল হোসেন, সাং-বৃ-গোপালপুর, থানা-কালুখালী, জেলা-রাজবাড়ী কালুখালী থানায় অভিযোগ দায়ের করলে কালুখালী থানার মামলা নং-২০, তাং-২৬/০৮/২০২২ রজু হলে কালুখালী থানা পুলিশ নিবিড় তদন্ত শুরু করে।

তদন্তকালে ঘটনাস্থলের এবং রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ও তদন্তের বিভিন্ন কৌশল অবলম্বন করে চুরির ঘটনায় জড়িত অপরাধীদের সনাক্ত করতে সক্ষম হয়। রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর সার্বিক দিক নির্দেশনায় এবং কালুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ হাসানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনায় জড়িত আইনের সাথে সংঘাতে জড়িত শিশু মোঃ মাহাবুব হাসান শিশির (১৭), পিতা-মহিবুল ইসলাম, মাতা-মোছাঃ জেসমিন আরা, সাং-নওদা জামজামি পাড়া, ইউপি- জামজামি, থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গাকে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে কুষ্টিয়া সদর থানা এলাকা হতে গ্রেফতার, চোরাই টাকা উদ্ধার এবং চুরির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করে।

এ ব্যাপারে কালুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান বলেন, ঘটনায় জড়িত পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীকে রাজবাড়ী জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!