আদম আলী:
গতকাল রাতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবের কেসিগেট ও মূল দরজার তালা কেটে ১০ টি ওয়ালটন কোম্পানীর ল্যাপটপ, ১ টি ওয়েভ ক্যামেরা ও ১ টি ওয়াইফাই রাউডার চুরি হয়েছে। যেগুলোতে আইসিটি মন্ত্রনালয়ের মনোগ্রাম লাগানো ছিলো।
মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছমির উদ্দিন জানান সকালে আমি খবর পাওয়ার পর এসে দেখতে পারি বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবের কেসিগেটের তালা কাটা, ল্যাবের ১০ টি ল্যাপটপ, ১ টি ওয়েভ ক্যামেরা ও একটি ওয়াইফাই রাউডার নেই। তাৎক্ষনিক বিষয়টি আমি বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা আইসিটি অফিসার আহাদ হোসেন, বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান কে অবহিত করি।
ঘটনা স্থল পরিদর্শন করেন বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর।
অভিযোগ পাওয়ার পর বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনা স্থলে এসে চুরির বিষয়ে অনুসন্ধান করেছেন।
মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী আব্দুল মান্নান জানায় আমি সারারাত বিদ্যালয়ে পাহাড়া দিয়েছে, সকালে বিদ্যালয়ের মাঠ থেকে তাকিয়ে দেখি দ্বিতীয় তলায় কম্পিউটার ল্যাবের দরজা খোলা, আমি সঙ্গে সঙ্গে সহকারী শিক্ষক আতাউর রহমান ফিরোজকে মোবাইল ফোনে জানাই।
খবর পাওয়ার পর কম্পিউটার ল্যাবের সহকারী শিক্ষক আইয়ুব হোসেন আমান ল্যাবে গিয়ে দেখতে পায় ক্যাসিগেট ও মূল দরজার তালা ভাঙ্গা, ল্যাবের ওয়ালটন কোম্পানীর ১০ টি ল্যাপটপ, ১ টি ওয়েভ ক্যামেরা ও ১ টি ওয়াইফাই রাউডার চুরি হয়েছে। এরপর তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছমির উদ্দিনকে মোবাইল ফোনে বিষয়টি জানান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাটি নিবিড় ভাবে তদন্ত করছিলো।