পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশা প্রেসক্লাবের পক্ষ থেকে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে দিবসটি পালন করে পাংশা প্রেসক্লাব।
এ সময় উপস্থিত ছিলেন, পাংশা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুদ আলী (বাদশা), সিনিয়র সহ সভাপতি মো. আব্দুর রশিদ, মো. শামীম হোসনে, মো. সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সৈকত শতদল, সদস্য সৈয়দ মেহেদী হাসান ও রাজু আহম্মেদ প্রমূখ।