Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী

‘একটি সিসি ক্যামেরা হাজার পুলিশের কাজ করে’-এসপি এম এম শাকিলুজ্জামান

মো. শামীম হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি:

মাদক সমস্ত সম্ভাবনার কবর রচনা করে। আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের যুব সমাজ মাদকের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। মাদকের সাথে যদি কারো সম্পর্ক থাকে পুলিশের হাতে পড়লে রক্ষা পাবেন না। মাদক, সস্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই সহ সমাজের বিভিন্ন অপরাধ মূলোক কার্যক্রম নির্মুলের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে গ্রাম পাহাড়া দেওয়ার জন্য ২-৪ জন করে লোক নির্ধারণ করবেন। পুলিশও আপনাদের সাথে থাকবে। তিনি আরোও বলেন, নিজ বাড়িতে নিজ উদ্যোগে সিসি ক্যামেরার আওতায় আনি। একটা সিসি ক্যামেরা হাজারটা পুলিশের কাজ করে। মাননীয় প্রধান মন্ত্রী ঘোষনা দিয়েছেন ২০৪১ সালেম মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার। স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে আসুন আমরা-আপনারা সবাই মিলে কাজ করি।

পাংশা মডেল থানা পুলিশের আয়োজনে বুধবার (১০ আগস্ট) পাংশা মডেল থানা চত্বরে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন, রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষের সঞ্চালনায় বেলা ১১ টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম ও অপরাধ) শাহনেওয়াজ রাজু, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ পাংশা সিদ্দিকীয়া মাদ্রাসার অধ্যক্ষ আওয়াবুল্লাহ ইব্রাহীম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দাস (সাগর)।

এছাড়াও বক্তব্য দেন, সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, পাংশা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবির, পাংশার সিনিয়র সাংবাদিক মুক্তার হোসেন কবীর, মাসুদ রেজা শিশির, পাংশা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ওদুদ সরদার অতুর প্রমূখ।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, উপজেলা বিভিন্ন বিষয়ে আইন-শৃঙ্খলা পরিস্তিতি ভালো থাকলেও মাদকের ভয়াবহতা রয়েছে। পাংশা থেকে মাদক নির্মুলে পুলিশের আরোও সজাক থাকতে হবে।

এ মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ইউপি সদস্য, সুশীল সমাজের প্রতিনিধিগণ, গ্রাম পুলিশ ও থানায় কর্মরত পুলিশ সদস্যরা  উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ কলিমহর ইউনিয়নের গ্রাম পুলিশ রাম প্রষাদকে নগদ ৫ হাজার টাকা ও সম্মাননা স্বারক ক্রেস্ট পুরস্তার প্রদান করা হয়।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!