রাকিবুল ইসলাম:
মহানবী হযরত মুহাম্মদ (সা:) ও মা আয়েশা সিদ্দিকা (রা:) এর প্রতি ভারতের বিজেপি সরকারের দুইজন মুখপাত্র কর্তৃক মানহানিকর বক্তব্যের প্রতিবাদে রাজবাড়ীর কালুখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুন) জুমার নামাজের পর কালুখালী রেলওয়ে স্টেশনে বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে হাজারো মানুষ উপস্থিত হতে থাকে। পরে সম্মিলিত ওলামা-মাসায়েখ ও তৌহিদী জনতার ব্যানারে কালুখালী উপজেলা ইমাম কমিটির সভাপতি হাফেজ মাওঃ আব্দুল মালেক এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা:) ও মা আয়েশা সিদ্দিকা (রা:) এর প্রতি ভারতের বিজেপি সরকারের দুইজন মুখপাত্র কর্তৃক কটুক্তিকারী নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল এর বিচারের দাবী জানান এবং ভারতীয় সকল পণ্য বয়কটের ডাক দেন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন মসজিদের ইমাম, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, আলেম-ওলামা ও সাধারণ জনগন শরীক হন।