বাংলাদেশ ছাত্রলীগ সরকারী তিতুমীর কলেজ শাখার নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রী সংসদ এর সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য কর্তৃক স্বাক্ষরিত গত ১২ জুন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে রিপন মিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে মাহমুদুল হক জুয়েল কে মনোনীত করা হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে রাজবাড়ীর কালুখালী উপজেলার বিলশ্যাম সুন্দরপুর গ্রামের মোঃ রবিউল ইসলাম (রবি মন্ডল) কে উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও কালিকাপুর ইউনিয়নের আলতাব হোসেন কে উপ-ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক কে মনোনীত করা হয়েছে।
নতুন দায়িত্ব পাবার পর মোঃ রবিউল ইসলাম (রবি মন্ডল) বলেন, বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্র সংগঠন। আমি এই সংগঠনের একজন কর্মী হতে পেরে গর্বিত। বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র আশ্রয়স্থল বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।