নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ীর কালুখালীতে বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুন) সকাল ১১ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা শহরের আশপাশ রাস্তা পদক্ষিণ করে রতনদিয়া বাজারের ৫ রাস্তার মোড়ে সংক্ষিপ্ত এক পথ সভায় বক্তব্য রাখেন কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো।
তিনি তার বক্তব্যে বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে ঠিক সেই সময় বিএনপির নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ঢাকা বিশ^বিদ্যালয়ে বিএনপি নেতাকর্মীরা কিভাবে বলেন, ৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার? তার মানে তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যা করতে চায়। বিএনপি কোনো অপপ্রচার চালালে আমরা তার দাতভাঙ্গা জবাব দিবো।
এসময় বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, মদাপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু, সাওরাইল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মৃগী ইউপি চেয়ারম্যান এমএ মতিন, উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী (মবি), যুগ্ম আহবায়ক সোহেল আলী মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোহাম্মদ রিপন, সাধারণ সম্পাদক সাগর মন্ডল এছাড়াও বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।