রাজবাড়ীর কালুখালীতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪১ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকেলে কালুখালী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে রাজবাড়ী জেলা বিএনপির সদস্য ও কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক লায়ন এ্যাড. আব্দুর রাজ্জাক খান এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় তিনি তার বক্তব্যে বলেন, ভালো কাজ করলে তার ভালো ফল অবশ্যই পাওয়া যাবে। সামনে কেন্দ্র থেকে যে নির্দেশনা আসবে আমরা সেই নির্দেশনা মোতাবেক রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করবো। বিএনপির সু-সময় খুব নিকটে। আগামী দিনে বিএনপির মিছিল মিটিং-এ আন্দোলন সংগ্রামে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে অংশগ্রহণ করতে সকলের প্রতি আহবান জানান। সবশেষ তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারুন্যের প্রতীক তারেক জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোসলেম উদ্দিন মিয়া, বিএনপি নেতা জিয়াউর রহমান জিরু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শাহাদত হোসেন সাইফুল, সাবেক বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান ভেন্ডার, জাহাঙ্গীর আলম জুলু, নজরুল ইসলাম, মোঃ জিল্লুর রহমান, বাবলু মাষ্টার, শাজাহান আলী, মোঃ আব্দুল খালেক, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জিল্লুর রহমান, সদস্য সচিব ডাঃ জাকির হোসেন, মোঃ আনিসুর রহমান মোল্লা, আরশেদ আলী, মোঃ জাহাঙ্গীর সরদার ও বাবুল হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওঃ আব্দুল মালেক।