রাজবাড়ী জেলাধীন কালুখালীতে দুই দিনব্যাপী শিশুমেলা ২০২২ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছ।
জেলা তথ্য অফিস রাজবাড়ী, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর আয়োজনে, শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ ম পর্যায়) ১ ম সংশোধন শীর্ষক প্রকল্পের আওতায় কালুখালী উপজেলা পরিষদ চত্তরে ২ দিন ব্যাপী এ মেলা উপলক্ষে সকাল ১০টা ৩০ মিনিটে বিশাল একটি বর্নাঢ্য র্্যালী বের করা হয়।
র্যালীপরবর্তী সভাপতি হিসাবে মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম উদ্বোধন কালে তিনি বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত তাই আমাদের সকলের উচিত শিশুদের মানষিক কিকাশে সচেতন হওয়া, তারা কখনও যেন বেপথে পরিচালিত না হয়। এসময় এক আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার শাহিন মিয়া তিনি তার বক্তব্য মাদক সন্ত্রাস ইভটিজিং, বাল্য বিবাহ শিশু অধিকার বাস্তবায়ন সম্পর্কে সকলকে সচেতনমূলক বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম খায়ের, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আকামত আলী মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। অন্যান্যর মধ্যে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী শিক্ষক ও অফিসার বৃন্দু উপস্হিত ছিলেন।
আলোচনা শেষে অতিথিরা মেলায় অংশ গ্রহন কৃত বিভিন্ন স্টলঘুরে পরিদর্শন করেন। এছাড়াও মেলায় শিশুদের মধ্যে বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয় চিত্রাংকন প্রতিযোগিতা ও নিরাপদ মাতৃত্ব শিশু নির্যাতন বাল্য বিবাহ রোদ, মাদক প্রতিরোদ ও নারী অধিকার প্রতিষ্ঠায় চলচিত্র প্রদর্শনী দেখানো হয়।