নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের সর্ব কুলটিয়া গ্রামের তাইজেল শেখ এর পুত্র তোবারক শেখ (২৬) ফরিদপুরের ভাঙ্গায় সাপের কামড়ে মৃত্যুবরণ করেছেন।
ঘটনার বিবরণে মৃত ব্যক্তির চাচাতো ভাই কালাম শেখ এর থেকে জানা যায়, কিছুদিন পূর্বে তোবারক সহ গ্রামের কয়েকজন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার টেকেরহাটে ধান কাটতে যায়। গত ০৮ মে ধান কাটতে গিয়ে সাপে কামড় দেয়। পরে স্থানীয় ওঁঝা দিয়ে ঝাড়-ফুক দিলে বিষ নেমে গেছে বলে ওঁঝা জানান।
এরপর সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান। সেখান থেকে পরিবারকে সোমবার ভোরে জানানো হয়।
মৃগী ইউপি সদস্য মোঃ আব্দুর রশিদ জানান, আমরা সংবাদ পাবার পর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার টেকেরহাট থেকে নিজ বাড়ীতে নিয়ে এসে সোমবার সকাল ১০টায় দাফন কার্য সমাপ্ত করা হয়। সেখানকার লোকজন ওঁঝার কাছে না গিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো।