নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়ন ছাত্রলীগের নতুন আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত ২৮ শে এপ্রিল উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন ও সাধারণ সম্পাদক মোঃ সাগর মন্ডল এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
এতে মোঃ ইকরাম হোসেন (রন্টু) কে সভাপতি ও মোঃ তারেক মল্লিক কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়াও অতিদ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য বিশেষ ভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
সদ্য নতুন কমিটির সভাপতি মোঃ ইকরাম হোসেন (রন্টু) বলেন, বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আমি গর্ববোধ করি। আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আমি রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ও তার সুযোগ্য পুত্র আশিক মাহমুদ মিতুল এর হাতকে শক্তিশালী করতে নিরলস ভাবে কাজ করে যাবো।